28117

04/11/2025 ‘এক গোপালগঞ্জে যে উন্নয়ন হয়েছে পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন হয়নি’

‘এক গোপালগঞ্জে যে উন্নয়ন হয়েছে পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন হয়নি’

কুড়িগ্রাম থেকে

১৬ জানুয়ারী ২০২৫ ১৩:৩৪

সীমান্তের সব হত্যাকাণ্ডের বিচার ও বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শুরু হয়েছে ‘মার্চ ফর ফেলানী’।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে যাত্রা শুরু করে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ ফেলানির বাড়িতে গিয়ে শেষ হবে লংমার্চটি। এর মধ্যে পাটেশ্বরী বাজার, মধ্য কুমোরপুর বাজার, ব্যাপারীরহাট বাজার ও নাগেশ্বরী বাজারে পথসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে নাখারগঞ্জ ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হবে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

‘মার্চ ফর ফেলানী’তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও দপ্তর সম্পাদক জাহিদ আহসানসহ কেন্দ্রীয় নেতারা ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় অধিকাংশ নেতারা অংশ নিয়েছেন।

সারজিস আলম তার বক্তব্যে বলেন, আমরা আজকে এই ‘মার্চ ফর ফেলানী’র পক্ষ থেকে শুধু একটা কথাই বলতে চাই, আর যদি আমার কোনো ভাই কিংবা কোনো বোন সীমান্তে তারকাটায় ঝুলে থাকে তবে আমাদের মার্চ ফর ফেলানী ওই তারকাটাকে উদ্দেশ্য করে করব।

আর যদি মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয় তাহলে আমাদের এই লক্ষ্য তারকাটা ভেদ করে যতো দূর চোখ যায় ততো দূর পর্যন্ত হবে।

উত্তরবঙ্গের উন্নয়নে চরম বৈষম্য তুলে ধরে তিনি আরও বলেন, এক গোপালগঞ্জ জেলায় যে উন্নয়ন হয়েছে পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন হয়নি। আজ এই কুড়িগ্রামের উন্মুক্ত মঞ্চ থেকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে শুধু একটা বার্তা দিতে চাই, জেলা হিসেবে যে বৈষম্য এই বাংলাদেশে হয়ে এসেছে আগামীর বাংলাদেশে সেই বৈষম্য আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমাদের এই কুড়িগ্রামবাসীরা পুরো উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]