2819

04/19/2025 আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জেলা সংবাদদাতা, গাইবান্ধা

৮ জুলাই ২০২১ ০১:২০

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলাবন্দরে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মণ্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার অন্ধভক্ত স্বপন মিয়া। প্রিয় দল কোপার ফাইনালে উঠায় স্বপন তার বাসার ছাদে পতাকা টাঙাতে যান। এ সময় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে শক লেগে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান স্বপন। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]