28216

03/13/2025 সচিবালয় গেটে জড়ো হচ্ছেন চিকিৎসকরা

সচিবালয় গেটে জড়ো হচ্ছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী ২০২৫ ১৫:৩৬

৪৭তম বিসিএস থেকেই চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার দাবিতে কর্মসূচিতে অংশ নিতে সচিবালয় গেটে জড়ো হচ্ছেন চিকিৎসকরা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সচিবালয় এলাকায় এই চিত্র দেখা গেছে।

এর আগে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) এই কর্মসূচি ঘোষণা করে।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়েছে। তবে অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যুনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সব বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকা হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহল মনে করেন।

ইউমবের সেন্ট্রাল কোলাবোরেশন টিম (ইউমব মিডিয়া টিম) মেম্বার ডা. হাসান মামুন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকদের বয়স বাড়ানোর দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এরপরও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসকদের বয়স বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না।

তিনি বলেন, ইতোমধ্যে গত ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নীতিনির্ধারণী পর্যায়ের সব ব্যক্তি চিকিৎসকদের বসয়সীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপন করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]