28465

04/04/2025 মিরপুরে মন্টু হত্যার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

মিরপুরে মন্টু হত্যার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারী ২০২৫ ১২:৪২

ভাষানটেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাইদুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাষানটেক থানার বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ৩ জানুয়ারি আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার সাইদুল এ মামলার ১৭ নম্বর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]