28476

04/04/2025 সৌদি আরবসহ চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

সৌদি আরবসহ চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫ ১৪:১৬

ভারতীয় সিনেপর্দায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয়। যা দেখিয়ে রমরমা ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া। এবার তারই মাশুল গুনতে হচ্ছে! কারণ, মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। যার ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন নিষিদ্ধ করা হয়েছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত -পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।

সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ।

সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে ভারতীয় ছবি নিষিদ্ধের খবর এবারই প্রথম নয়। এর আগে হৃতিক-দীপিকার ‘ফাইটার’, ‘গদর টু’, ‘আর্টিকল ৩৭০’ থেকে শুরু করে ‘টাইগার থ্রি’-এর মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায়। ফলে বক্স অফিসে ব্যবসার ওপর প্রভাব পড়বে, তা বলাই যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]