28477

04/20/2025 অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারী ২০২৫ ১৪:২২

গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

শ‌নিবার (২৬ জানুয়া‌রি) ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের অভ্যর্থনা অনুষ্ঠানে এ সমর্থ‌ন ব্যক্ত ক‌রেন তিনি।

প্রণয় ভার্মা ব‌লেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন থাক‌বে সবসময়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন— অন্তর্বর্তী সরকা‌রের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যরা এই উদযাপনে অংশগ্রহণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]