28493

04/04/2025 হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুর থেকে

২৬ জানুয়ারী ২০২৫ ১৭:৪৪

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফের সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের ১৫১-বিএসএফের ইন্সপেক্টর শ্রী অশোক কুমার একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় আমরাও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একেঅপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]