28497

04/04/2025 শুধু জামা-জুতা রাখতেই আলাদা ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা

শুধু জামা-জুতা রাখতেই আলাদা ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫ ১৮:২৫

বলিউড অভিনেতা ও কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। তার আরও একটি পরিচয় হলো- জনপ্রিয় তারকা গোবিন্দর ভাগ্নে তিনি। একটা সময় মামা গোবিন্দর পোশাক পরে বেড়ে উঠেছেন ক্রুষ্ণা। আর এখন নিজের পোশাকের জন্য আলাদা একটা ফ্ল্যাটই রয়েছে তার!

ক্রুষ্ণার পোশাকের ওপর ভালোবাসা কতটা, তা অনেকের হয়ত জানা। নিয়মিত জানা-জুতা কিনতে ভালোবাসে, এমন অভিনেতার সংখ্যাও অবশ্য কম নয়। তবে সেই জামা-জুতার জন্য আলাদা ফ্ল্যাট কেনার মতো বিলাসিতা অবাক করার মতোই।

ক্রুষ্ণা অভিষেক সেটাই করে দেখিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিন রুমের একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। মূলত থাকার পরিবর্তে জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য কিনেছিলেন তিনি।

প্রতি ছয় মাস অন্তর নিজের জামাকাপড় বদলান ক্রুষ্ণা। তার কথায়, ‘আমি একটা বাড়ি কিনেছি আর এটিকে বুটিকে পরিণত করেছি।’

সেই সাক্ষাৎকারে ক্রুষ্ণা অভিষেক জানান, তিনি যখন বড় হচ্ছিলেন তখন মামা গোবিন্দর জামাকাপড় পরতেন। ক্রুষ্ণা বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম তখন মামা (গোবিন্দ) সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সে সময় ব্র্যান্ড সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তবে মামা তখন প্রাডা, গুচি পরতেন। বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]