28519

04/04/2025 যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারী ২০২৫ ১৪:০৫

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারীর নিহত হয়েছেন। তিনি একটি বিউটি পার্লারে কাজ করতেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাথী নোয়াখালীর সেনবাগ থানার সাঁতার পাইয়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রনি জানান, নিহত সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনিরআখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হন সাথী‌। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]