28573

04/05/2025 বলিউডে কাজের আগে যে প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী

বলিউডে কাজের আগে যে প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৫ ১৭:৩৩

ভারতীয় হিন্দি চলচ্চিত্রে (বলিউড) কাজ দেওয়ার নামে অভিনেত্রীদের অশালীন প্রস্তাব দেওয়া হয়। এমনকি যৌন হেনস্থার মতো ঘটনাও উঠে আসছে।

সম্প্রতি এসব নিয়ে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউড বাবলের সঙ্গে কথোপকথনে তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা বর্ণনা করেন।

বলিউডে আমির খানের অনস্ক্রিন কন্যা হিসেবে পরিচিত ফাতিমা। দক্ষিণ ভারতীয় একটি ছবিতে কাজ করতে গিয়ে অস্বস্তিকর মুহূর্তের শিকার হন ফাতিমা।

সেই অভিজ্ঞতা শেয়ার করে নায়িকা বলেন ‘তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি সবকিছু করতে প্রস্তুত থাকবে, তাই না? আমি তাকে বলেছিলাম যে আমি কঠোর পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা করা দরকার তা করব, আমি বোকা সাজার ভান করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তিনি কতটা নীচে নামতে পারেন।’

হায়দরাবাদের আরেকটি ঘটনার কথা স্মরণ করে ফাতিমা বলেন, তার ধারণা ছিল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ বলিউডে সুযোগ পাওয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে। তাই এখানে

কাজ করার আগ্রহ প্রকাশ করেছলাম। কিন্তু সেখানকার প্রযোজকরা খুব খোলামেলা কথা বলেন।

অভিনেত্রী বলেন, আমাকে একবার বলা হলো, ‘আপনি জানেন, এখানে আপনাকে অনেক মানুষের সাথে দেখা করতে হবে।’ তারা সরাসরি কিছু বলত না তবে অদ্ভুত উপায়ে আপনাকে বোঝাত। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দিত। তারা বলত, ‘আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে’ বা ‘আপনাকে এটা করতে হবে’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com