28624

04/11/2025 কনটেন্ট ক্রিয়েটর-ইনফ্লুয়েন্সার-পডকাস্টারদের জন্য খুলছে হোয়াইট হাউসের দরজা

কনটেন্ট ক্রিয়েটর-ইনফ্লুয়েন্সার-পডকাস্টারদের জন্য খুলছে হোয়াইট হাউসের দরজা

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৫ ১৬:৫২

এবার হোয়াইট হাউসেও ভিডিও ধারণের জন্য অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও পডকাস্টাররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসের প্রেস পাসের জন্য টিকটকার ও পডকাস্টারদের আবেদনের আহ্বান জানিয়েছেন। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রডকাস্ট মিডিয়া ভয়েস অব আমেরিকার।

ক্যারোলিন বলেন, “আমরা স্বাধীন সাংবাদিক, পডকাস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী এবং কনটেন্ট ক্রিয়েটরদের এই হোয়াইট হাউসকে কভার করার জন্য আবেদনের আহ্বান জানাই।”

মূলধারার মিডিয়াগুলোকে প্রায়ই গণশত্রু আখ্যা দিয়ে বক্তব্য দেন ট্রাম্প। এখন তিনি কনটেন্ট ক্রিয়েটর ও পডকাস্টারদের মাধ্যমে তার সমর্থকদের কাছে পৌঁছানোর কৌশল গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউসে প্রথমবারের মতো ব্রিফিং করেন ২৭ বছর বয়সী ক্যারোলিন। তিনি বলেন, “ডোনল্ড ট্রাম্পের কল্যাণে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউজের এই কক্ষটিকে মিডিয়ার জন্য উন্মুক্ত করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

ক্যারোলিন আরও বলেন, “আপনি যদি টিকটকার হন, কন্টেন্ট ক্রিয়েটর হন, ব্লগার হন, পডকাস্টার হন অথবা নিউজ কনটেন্ট তৈরি করেন; তাহলে এই মহান জায়গায় ঢুকতে প্রেস ক্রেডেনশিয়ালের জন্য আবেদন করতে পারবেন। যারা হোয়াইট হাউসে প্রবেশের জন্য এর শর্তগুলো পূরণ করবে এবং সিক্রেট সার্ভিসের চেক পাস করবে তাদের পরিচয়পত্র দেওয়া হবে।”

ট্রাম্প নির্বাচনী প্রচারের জন্য প্রধান টিভি নেটওয়ার্কগুলোকে বাদ দিয়ে জো রোগান এক্সপেরিয়েন্সের মতো পডকাস্টারদের শোতে গিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, নিউ মিডিয়ার প্রতি এই ঝোঁক ট্রাম্পের রাজনৈতিক কৌশলেরই একটি অংশ।

ব্রিফিংয়ে ক্যারোলিন বলেন, “প্রশাসন সেই ৪৪০ জনের সাংবাদিক পরিচয়পত্র পুনর্বহাল করতে চায়, যাদের ব্যাজ ২০২৩ সালে বাইডেন প্রশাসন ভুলভাবে প্রত্যাহার করেছিল।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]