28654

03/12/2025 বিরল ঘটনা, নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে মিলল আরও একটি ভ্রূণ

বিরল ঘটনা, নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে মিলল আরও একটি ভ্রূণ

রকমারি ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১

ভারতের মহারাষ্ট্রে এক নারীর গর্ভে থাকা শিশুর শরীরে আরও একটি ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি ওই নারী সোনোগ্রাফি করানোর জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসকরা এ বিষয়টি লক্ষ্য করেন।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জানা যায়, 

হাসপাতালের এক শল্যচিকিৎসক (সিভিল সার্জন) বলেছেন, সোনোগ্রাফি পরীক্ষার পর দেখা যায়, ওই নারীর গর্ভে একটি শিশু রয়েছে এবং শিশুটির গর্ভে আরও এক শিশু রয়েছে। তবে একে ঠিক শিশু বলা যাবে না, কারণ এটি ফিটাল মাস। এক অর্থে বলতে গেলে, এটি একটি মাংসের পিণ্ড।

‘এটি জীবিত শিশু নয়, কারণ তার হৃদস্পন্দন নেই। দেখতে শিশুর মতো মনে হয় বলেই একে বেবি বলা হয়।’

বিষয়টিকে আরও বিশদে ব্যাখ্যা করে তিনি বলেন, ওই মাংসপিণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে, কারণ সেখানে রক্ত সরবরাহ অব্যাহত রয়েছে। ডাক্তারি ভাষায় একে ফিটাস ইন ফেটু (ভ্রূণের অভ্যন্তরে ভ্রূণ) বলা হয়।

ফিটাস ইন ফেটু কী?

ফিটাস ইন ফেটু এমন একটি বিরল বিকাশজনিত অস্বাভাবিকতা যেখানে গর্ভজাত ভ্রূণের গর্ভে আরও একটি ভ্রূণ তৈরি হয়।

গবেষণা বলছে, ‘ফিটাস ইন ফেটু’ একটি বিরল এবং ব্যতিক্রমী ঘটনা। এই সমস্ত ক্ষেত্রে নারীর গর্ভে থাকা শিশুর গর্ভে আরও একটি ভ্রূণ তৈরি হয়, যা অনুন্নত।

সাধারণত, ওই ভ্রূণ গর্ভে থাকা শিশুর গর্ভে একটি পিণ্ডের আকারে দেখা যায়। মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই শিশুর পেটে থাকা পিণ্ডও আকারে বৃদ্ধি পেতে থাকে।

চিকিৎসা

‘ফিটাস ইন ফেটু’র ক্ষেত্রে যে শিশুর গর্ভে অন্য ভ্রূণ বা সঠিকভাবে বলতে গেলে মাংসপিণ্ড রয়েছে, তার সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ভ্রূণ অপসারণ করার পর সাধারণত শিশু সুস্থ হয়ে ওঠে।

উল্লেখ্য, ভ্রূণের মধ্যে ভ্রূণ-এটি অত্যন্ত বিরল ঘটনা। গবেষণা অনুযায়ী, গোটা বিশ্বে এমন ঘটনা পাঁচ লাখে একটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]