28704

04/04/2025 ‘সময় হলে স্ত্রীকে নিয়ে কথা বলব’, মালাইকাকে ভুলে বিয়ের পিঁড়িতে অর্জুন?

‘সময় হলে স্ত্রীকে নিয়ে কথা বলব’, মালাইকাকে ভুলে বিয়ের পিঁড়িতে অর্জুন?

বিনোদন ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৫

এক ছাদের নিজে জীবন কাটাতেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। সম্পর্কের সুতা কেটে যাওয়ায় পথ বেঁকে গেছে দুজনের। গুঞ্জন উঠেছে সেই পথে নতুন মানুষ পেতে চাইছেন অর্জুন। অর্থাৎ মালাইকার সঙ্গে বিচ্ছেদের পোড়া গন্ধ থাকতেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন সময় হলে স্ত্রীকে নিয়ে আলোচনা করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের কথা জানতে চাইলে অর্জুন বলেন, “এমন কিছু হলে, আপনাদের সকলকে নিশ্চয়ই জানাব। আজ তো ছবিটা নিয়ে আলোচনা করি। আজ ছবির ঝলকটাই উপভোগ করি বরং। ছবিটা নিয়ে সত্যিই আমি কথা বলতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে বোধ হয় আমি বহু কথা বলেছি। যখনই স্বচ্ছন্দ বোধ করেছি, আপনাদেরও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দিয়েছি।”

আরও বলেন, “সঠিক সময় এলে, আমি নির্দ্বিধায় বলব। আপনারা সকলেই আমাকে মানুষ হিসাবে চেনেন। আপাতত আমাকে এই ছবিটা নিয়ে কথা বলতে দিন। আমার স্ত্রীকে নিয়ে কথা বলার সঠিক সময় হলে, আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব।”

১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অর্জুন অভিনীত সিনেমা ‘মেরে বিবি কি হাজব্যান্ড’ ছবিটির প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন। ছবিটি নিয়ে কথা বলতে এসে ব্যক্তিগত বিষয়ে কথা বলেন অর্জুন।

ছয় বছরের সম্পর্ক ছিল মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]