28736

04/04/2025 মধ্যপ্রাচ্যকে বদলে দেবেন ট্রাম্প: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যকে বদলে দেবেন ট্রাম্প: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ অর্থাৎ ৪২ দিন পর থেকে হামাসের সঙ্গে বন্দিবিনিময়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রোববার (২ ফেব্রুয়ারি) রওনা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের উইং অফ জিওন বিমানে করে ওয়াশিংটনের উদ্দেশেযাত্রা করেছেন নেতানিয়াহু। খবর আরব নিউজের।

নেতানিয়াহু বলেছেন, ওয়াশিংটন বৈঠকে ইসরায়েল এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

এছাড়াও হামাসের বিরুদ্ধে 'বিজয়', ইসরায়েলি সব জিম্মির মুক্তি এবং মধ্যপ্রাচ্য এবং সমগ্র বিশ্বের শান্তির জন্য 'হুমকিস্বরূপ' ইরানের হামলা মোকাবিলার কৌশল সম্পর্কেও আলোচনা করা হবে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর তিনিই প্রথম বিদেশি নেতা যিনি হোয়াইট হাউসে যাচ্ছেন। এটি ইসরায়েলি-আমেরিকান জোটের শক্তির সাক্ষ্য বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, এটা আমাদের পারস্পরিক বন্ধুত্বেরও সাক্ষ্য।

নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সেনাদের সাহস মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে আঁকতে পেরেছে।

তবে আমি বিশ্বাস করি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এটিকে আরো নতুন করে আঁকতে পারবো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করে শান্তির বৃত্তকে প্রসারিত করতে পারি এবং শক্তির মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করতে পারি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]