28788

03/12/2025 উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা

উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা প্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে তাদের অনশন ভাঙান।

অনশন স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, প্রশাসন আমাদের দাবির প্রতি নৈতিকভাবে একমত প্রকাশ করেছে এবং পোষ্য কোটা বাতিলের বিষয়ে আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, যদি বৈঠকে পোষ্য কোটা সংস্কার বা পুনর্বহালের কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমি পুনরায় অনশনে বসব। তখন কোনো আশ্বাস আমাকে আমার অবস্থান থেকে সরাতে পারবে না। প্রয়োজনে আমি জীবন দেব, তবু আমার দাবির সঙ্গে আপস করব না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, প্রশাসন আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে এবং বিকেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। যৌক্তিক সমাধানের আশ্বাসে আমরা আপাতত অনশন কর্মসূচি স্থগিত করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে নীতিগতভাবে একমত। বিষয়টি সমাধান হবে, যা শিক্ষার্থীদেরও সন্তুষ্ট করবে বলে আশা করছি।

প্রসঙ্গত, পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। পরে আরও ৬ জন শিক্ষার্থী তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনশনে যোগ দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]