2883

04/20/2025 কুষ্টিয়ায় সালিসে মধ্যযুগীয় কায়দায় যুবককে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ায় সালিসে মধ্যযুগীয় কায়দায় যুবককে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল

জেলা সংবাদদাতা, কুষ্টিয়া

১৩ জুলাই ২০২১ ১৫:০৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় এক যুবককে ৩০টি বেত্রাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে বর্বরোচিত নির্যাতনের শিকার যুবকের নাম সাইদুল ইসলাম (২৫)।

মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের নির্দেশ ইউপি সদস্য নওয়াব আলী তাকে বেত্রাঘাত করেন বলে জানা যায়। নির্যাতনের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানান, ঘটনার শিকার ওই যুবকের সঙ্গে একই এলাকার এক গৃহবধূর (২২) সঙ্গে দীর্ঘদিন পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে আ. লীগ নেতা আকরাম গ্রাম্য সালিসের পর ওই যুবককে তিন হাজার টাকা জরিমানা ও মোটা বেত দিয়ে ৩০টি বেত্রাঘাত করার নির্দেশ দেন। পরে জনসম্মুখে তাকে ৩০টি বেত্রাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর তাকে তুলে দাঁড় করিয়ে জুতার মালাও পরানো হয়। এ সময় পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

এ বিষয় মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান ফেসবুকের সংবাদের পরিপ্রেক্ষিতে যারা এ ধরনের সালিস বৈঠক করেছেন তাদেরেকে থানায় এনেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]