28831

04/04/2025 পুকুর থেকে গলায় রশি ও শরীরে ইট বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

পুকুর থেকে গলায় রশি ও শরীরে ইট বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট থেকে

৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে সুমাইয়া শারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর।

নিহত গৃহবধূ সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দু’টি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরকা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্রধরে পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]