28927

03/14/2025 পাকিস্তান থেকে বাংলাদেশে এলো জাহাজ বোঝাই চিটাগুড়

পাকিস্তান থেকে বাংলাদেশে এলো জাহাজ বোঝাই চিটাগুড়

অর্থনৈতিক প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭

পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে জাহাজ বোঝাই চিটাগুড়। পশুখাদ্য তৈরিতে এটি ব্যবহৃত হয়। প্রথমবারের মতো এ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, জাহাজটি থেকে মোংলা বন্দরে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে।

সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]