29010

04/04/2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেই ভুল চোখে পড়েছে রিজওয়ানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেই ভুল চোখে পড়েছে রিজওয়ানের

ক্রীড়া ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর দলের বেশ কিছু জায়গায় সমস্যা খুঁজে পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই ভুলগুলো শোধরানোর তাগিদও দিয়েছেন তিনি।

উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হলেও গ্লেন ফিলিপস অসাধারণ ব্যাটিং করেছেন। যার প্রশংসা করে রিজওয়ান বলেন, ‘যখন আমরা হেরেছি, তখন এটা বলা কঠিন যে আমাদের বোলিংয়ের সময় উইকেটটা একটু কঠিন ছিল। তবে ফিলিপস যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের কোথায় আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন রিজওয়ান। এমন প্রশ্নের জবাবে রিজওয়ান বলেন, ‘আমরা যখন আমাদের উন্নতির কথা বলি তখন আমি বলব, আমাদের ফিল্ডিং নিয়ে আরও কাজ করতে হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা পেসার হারিস রউফের চোট নিয়ে মাঠ ছাড়া দলের জন্য বাড়তি চিন্তার। এ ব্যাপারে রিজওয়ান বলেন, ‘এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এটি গুরুতর চোট নয়।’

দলের ব্যাটিং নিয়ে রিজওয়ান বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসাবে, আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী ব্যাট করতে হবে। উইকেট পতন হলে আমাদের আবার ভাল জুটি গড়ে তুলতে হবে।’

সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]