29212

03/12/2025 দেওয়ানি মামলা অনুশীলন নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা

দেওয়ানি মামলা অনুশীলন নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা

আদালত প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডুলার নির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকুসদ উল্লাহ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘হাইকোর্ট বিভাগে দেওয়ানি অনুশীলনের বর্তমান প্রবণতা এবং চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন। তিনি উচ্চ আদালতে দেওয়ানি মামলা অনুশীলনের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ডুলার সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকুসদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান, সদস্য মীর মোহাম্মদ হালিম, এরশাদুল বারী। প্রশিক্ষণ সেশনে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]