29263

04/04/2025 নির্বাচন নিয়ে গড়িমসি চলছে: রিজভী

নির্বাচন নিয়ে গড়িমসি চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৭

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এখনো কেন নির্বাচনের ডেডলাইন দেওয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে চূড়ান্ত কোন ডেডলাইন নেই। জনগণ কেন এখনো সেটা পাচ্ছে না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন রিজভী।

দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন জানিয়ে রিজভী বলেন, ‘দেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে দ্রুত রাজনৈতিক দলগুলো যেন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে, তেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।’

‘কারণ হাসিনার দোসরেরা কেউ চুপ করে নেই। তারা তাদের নেতাকর্মীদের দেশের বাইরে থেকে হত্যা এবং দেশকে অস্থিতিশীল করার নির্দেশ দিতে পারে। তাই সরকারের উচিত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং অবিলম্বে ভোটের তারিখ ঘোষণা করা।-বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]