29297

03/12/2025 কনসার্ট স্থগিত, হাসপাতালে শাকিরা

কনসার্ট স্থগিত, হাসপাতালে শাকিরা

বিনোদন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২

পপ তারকা শাকিরা অসুস্থ হওয়ার কারণে পেরুতে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট স্থগিত করা হয়েছে। এত পেট ব্যথা হয় শাকিরার যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গায়িকা জানান, শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন. চিকিৎসা চলছে।

এদিন শাকিরা এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

এদিন গায়িকা আরও জানান যে ডাক্তাররা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন। শাকিরা এদিন আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণই দুঃখিত কারণ তিনি মুখিয়ে ছিলেন তার পেরুর অনুরাগীদের জন্য, তাদের সামনে পারফর্ম করার জন্য।

তবে তিনি আশ্বস্ত করেছেন যে তার টিম এবং কনসার্টের প্রচারকরা শো এর জন্য নতুন তারিখ কবে জানানো গবে সেটা নিয়ে কাজ করা শুরু করেছেন। এই বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]