29349

03/12/2025 রাষ্ট্রের টাকায় হাসিনা প্রশাসনে গুন্ডা পালতেন: উপদেষ্টা মাহফুজ

রাষ্ট্রের টাকায় হাসিনা প্রশাসনে গুন্ডা পালতেন: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪

রাষ্ট্রের টাকা খরচ করে জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন-পালন করতেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ মুজিব যেভাবে বিরোধীদের ওপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা।

এই উপদেষ্টা আরও বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে।

মাহফুজ আলম বলেন ‘মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিতের চেষ্টা করছি।’

এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]