29373

04/04/2025 চবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি

চবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ইনকিলাব মঞ্চ ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে জিরো পয়েন্ট অবস্থান নেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের মধ্য থেকে ছাত্রদলকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

সরজমিনে দেখা যায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময়ে তাদেরকে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ক্যাম্পাসে দখলদারি, চলবে না চলবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’,‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে এলে তাদের উদ্দেশ্য ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময়ে তিন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তর সদস্য তাদেরকে নিভৃত করেন। পরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যায় এবং সেখানেই তারা বিক্ষোভ শেষ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সোহরাওয়ার্দী মোড়ের গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

বিক্ষোভ শেষে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, একটি সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে সারা বাংলাদেশে সন্ত্রাসী ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ শেষে বলেন, কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]