মাদক পাচারকারীরা তাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।
তার দাবি, মাদক পাচারকারীরা তার বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করতে চায় এবং সে লক্ষ্যে তারা দুটি ক্ষেপণাস্ত্রও কিনেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, মাদক পাচারকারীরা দুটি ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে যা তারা তাকে হত্যা করার জন্য তার বিমানে ছোড়ার পরিকল্পনা করেছে। মাদক ব্যবসা মোকাবিলায় তার বিভিন্ন প্রচেষ্টার সাফল্য দেখে মাদক পাচারকারীরা এই পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন তিনি।
এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনি জানেন, তারা আমার বিমানে একটি ক্ষেপণাস্ত্র ছুড়তে চায়। সেই মিসাইল মাদক পাচারকারীরা কিনেছে এবং সংরক্ষণ করেছে। একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্র (আছে তাদের কাছে)।”
অবশ্য নিজের এই দাবির বিষয়ে কোনও প্রমাণ উপস্থাপন করেননি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এই ধরনের চক্রান্তের পেছনে কোনও গোষ্ঠীর নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, “আমরা জানি তারা কারা, কিন্তু আমাদের কাজ করতে হবে।”
দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী ২০২৪ সালে রেকর্ড ৮৮৩.৮ মেট্রিক টন কোকেন জব্দ করেছে। আর ২০২৩ সালে এই জব্দের পরিমাণ ছিল ৭৪৬.৩ টন।
মূলত অবৈধ স্বর্ণ উৎপাদনের পাশাপাশি কোকেন উৎপাদন এবং পাচারকে দেশটিতে গত ছয় দশকের সশস্ত্র সংঘাতের প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। দশকের পর দশক ধরে চলা এই সংঘাতে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।