29409

03/12/2025 উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৮

আগামী অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ উচ্চশিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেন, মানব নিরাপত্তার জন্য সরকারের উচিত শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা দরকার। এটি সম্ভব হলে গবেষণা খাতে প্রত্যাশিত বাজেট বাড়ানো যাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনে ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় এসব কথা বলেন প্রফেসর তানজীমউদ্দিন খান।

কর্মশালায় সভা প্রধানের বক্তব্যে কমিশনের আরেক সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানো ও জাতির প্রত্যাশা পূরণে তারা সদয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমানে এ খাতে জাতীয় বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রফেসর তানজীমউদ্দিন খান আরও বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে প্রকৃত গবেষকদের মূল্যায়ন করতে হবে। দলীয় যোগ্যতার চেয়ে একাডেমিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া দরকার বলে তিনি মনে করেন। এ ছাড়া সমাজের জন্য কল্যাণকর প্রভাব তৈরি করতে পারে এমন গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে বলে তিনি জানান।

কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতি আরা নাসরীন, প্রফেসর ড. নাসরিন সুলতানা, প্রফেসর ড. মো. আবদুস সালাম, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সামিনা লুৎফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ ফরিদুল আলম।

অনুষ্ঠানে গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশ বাধ্যতামূলক করা, গবেষণায় ইথিক্যাল রিভিউ থাকা, একই প্রকল্পে একাধিকবার বরাদ্দ না দেওয়া, গবেষণা প্রস্তাব তৈরি বিষয়ে কর্মশালা-সেমিনার আয়োজন ও প্রশিক্ষণ প্রদান, সমাজের চাহিদা যাচাই করে গবেষণার বিষয় নির্ধারণ করা, গবেষণার ডেটাবেজ তৈরি করা, জাতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। কর্মশালায় ১৭টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]