29513

04/11/2025 আগামী মাসগুলোতে ইতালির ভিসা জট কেটে যাবে : দূতাবাস

আগামী মাসগুলোতে ইতালির ভিসা জট কেটে যাবে : দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৯

ভিসা ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ঢাকার ইতালি দূতাবাস। দূতাবাস বলছে, ইতালি থেকে অতিরিক্ত কর্মী আসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রক্রিয়া আগের চেয়ে উন্নত হয়েছে এবং আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ বোঝা এবং শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশ পরিচালিত একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য এবং অভিবাসীদের অপব্যবহার ও শোষণ থেকে রক্ষা করার বিষয়ে কঠোর অবস্থান নেওয়াকে প্রমাণ করে। ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।

আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]