29535

04/04/2025 কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

কমপ্লিট শাটডাউনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

রাজশাহী ব্যুরো

২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করছেন।

ফলে দুপুর ১২টা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা দেননি তারা। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

ইন্টার্ন ডক্টর ফোরামের প্যাডে দেওয়া একটি বিবৃত জানানো হয়, সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি ৯০তম বারের মতো হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্যখাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশের সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। রাজশাহী মেডিকেল কলেজের সব শিক্ষার্থী ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়।

তাদের দাবিসমূহ হচ্ছে, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবী লিখতে পারবে না, দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করতে হবে, সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করতে হবে।

এ বিষয়ে রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, দুপুর ১২টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আমাদের দাবিগুলোর বিষয়ে অনেকবার জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে আমরা এ কর্মসূচি পালন করছি।

বিষয়টি নিয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]