কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাই মো. সিদ্দিক হোসেনের (৬৫) মৃত্যুর খবর শুনে ছোট বোন ফিরোজা বেগমের (৬২) মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বাদ জোহর পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের বাড়িতে জানাজা শেষে ভাই-বোনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের মরহুম মীর হোসেনের সন্তান। রোববার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে একসঙ্গে দুইজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. সিদ্দিক হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত ১টার দিকে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ভাইয়ের বাড়িতে বসবাসকারী অসুস্থ ছোট বোন ফিরোজা বেগম কান্নাকাটির একপর্যায়ে অজ্ঞান হয়ে রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
নিহত সিদ্দিক হোসেনের ছেলে আবু রুমান আশিক বলেন, আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে আমার ফুফুও মারা গেছেন। আমার আব্বা এবং ফুফুর জন্য দোয়া করবেন।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হোসেন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সুরুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে আমার এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এমন ঘটনা পত্রপত্রিকায় পড়েছি, আজ আমাদের ইউনিয়নে ঘটেছে। বড় ভাইয়ের মৃত্যুর খবর সইতে না পেরে ছোট বোনও মারা গেছেন। ভাই মারা গেছেন রাত আনুমানিক ১টার দিকে আর বোন মারা গেছেন রাত আড়াইটার দিকে। ভাই-বোনের একসঙ্গে মৃত্যুর বিষয়টি আমাদের জন্য সত্যিই দুঃখজনক। সবাই উনাদের জন্য দোয়া করবেন।