29549

04/04/2025 সাভারে গ্যাসের আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৬ জন জাতীয় বার্নে ভর্তি

সাভারে গ্যাসের আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৬ জন জাতীয় বার্নে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সুজাত মোল্লা (২৬) ও হালিমা খাতুন (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, সাভারের হেমায়েতপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে আমাদের জন্য বিভাগে আনা হয়। তাদের মধ্যে জিসানের শরীরের ১৫ শতাংশ, আমেনার শরীরের ৬০ শতাংশ, শিল্পীর শরীরের ১৬ শতাংশ, সজীবের শরীরের ১৭ শতাংশ, সুজাত মোল্লার শরীরের ৪০ শতাংশ ও হালিমা খাতুনের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]