29654

04/03/2025 বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন গোবিন্দ

বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন গোবিন্দ

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৯

বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত গোবিন্দ-সুনীতার ঘরে অসুখ বাসা বেঁধেছে। সে অসুখে হাড় জিরজিরে সংসার। সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে।

গুঞ্জন চলছে, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে তিনি বলেন, ”কেবল ব্যবসা নিয়েই আলোচনা চলছে। আমি আমার নতুন ছবিটি তৈরি করার প্রক্রিয়ায় রয়েছি।”

অন্যদিকে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলছেন, ”পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির কারণে ওই দম্পতির মধ্যে সমস্যা দেখা গেছে বটে। কিন্তু এর বেশি কিছু নয়। গোবিন্দা তার নতুন ছবিটি নিয়ে ব্যস্ত। আর সেই কারণে আমাদের অফিসে শিল্পীরা আসা যাওয়া করছেন। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।”

তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে রাজি হননি সুনীতা আহুজা। দম্পতির কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনো কথা বলতে চাননি।

এর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দপত্নি বলেছিলেন, ‘‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’’ সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনোরকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’’ এরপরই ছ্রায় গুঞ্জন। তার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন গোবিন্দ ও তার ম্যানেজার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]