29712

04/02/2025 ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার। ফিচারটির নাম ভয়েস মেসেজ ‘ট্রান্সক্রিপশন’। হোয়াটসঅ্যাপে খানিকটা এই ধরনেরই ফিচার, ‘ভয়েস টেক্সট’ আগেও ছিল। মুখের কথা শুনে মেসেজ টাইপ করে নিত হোয়াটসঅ্যাপ। তবে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’ বিষয়টি একটু আলাদা।

হাতে সময় কম। ধরে ধরে হোয়াট্‌সঅ্যাপে সব কথা টাইপ করতে পারছেন না। ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেওয়ার অপশন রয়েছে। কিন্তু এমন কিছু ‘অফিশিয়াল’ বিষয় তো থাকে, যা লিখিত রূপে পাঠানোই ভালো। আবার ধরুন, হোয়াট‌সঅ্যাপে এমন একটি ভয়েস মেসেজ এসেছে যে, সেটি এখনই শুনতে হবে। অথচ, হাতের কাছে হেডফোন নেই। স্পিকারের আওয়াজ খুব কমিয়ে দিলে শোনা যায় না, আবার একটু যে বাড়িয়ে দেবেন, সে উপায়ও নেই। তা আশপাশের লোকজনের কানে যাক, চান না। এমন কিছু কথা তো থাকে, যা সকলের সামনে শোনা যায় না। সেই ধরনের বার্তা লিখিত রূপে দেখাই ভালো। কিন্তু কীভাবে তা সম্ভব? হোয়াটসঅ্যাপ এবার সেই সুবিধা প্রদান করতে শুরু করেছে। বিশেষ এই ফিচারটির নাম ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’।

এই ফিচারটির কাজ কী?

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ‘ট্রান্সক্রিপশন’ ফিচারটি অন করা থাকলে রেকর্ড করা বার্তার লিখিত প্রতিরূপ প্রাপকের কাছে পৌঁছে যাবে। জনসমক্ষে রেকর্ড করা বার্তা শুনতে হবে না। যিনি বার্তাপ্রেরক, তাকে কষ্ট করে লিখতেও হবে না। ভয়েস রেকর্ড করার পদ্ধতিতেই পুরো বিষয়টি হবে, অথচ তা মিলবে লিখিত ভাবে।

কিন্তু নিরাপত্তার কী হবে?

মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ধরনের কথা চালাচালির প্রমাণ শুধুমাত্র সেই যন্ত্র বা মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এমনকি হোয়াটসঅ্যাপ সংস্থার কাছেও তার বিন্দুবিসর্গ এসে পৌঁছাবে না। তাছাড়া এই সুবিধা নেওয়া বা না নেওয়ার পুরোটাই নির্ভর করছে ব্যবহারকারীর উপর। চাইলে সেটিংস অপশন থেকে তা বন্ধও করে দেওয়া যাবে। গত নভেম্বরে এই সুবিধা প্রদান করার কথা ঘোষণা করেছিল মেটা সংস্থা। সে সময়ে একসঙ্গে অ্যানড্রয়েডের সব ভার্সনে এই সুবিধা চালু করা সম্ভব হয়নি। অ্যাপ‌লের আইফোন ব্যবহারকারীরা কিন্তু এখনও এই সুবিধা থেকে বঞ্চিত।

এই সুবিধা পেতে গেলে কী করতে হবে?

• প্রথমে ফোন থেকে হোয়াট্‌সঅ্যাপের ‘সেটিংস’ অপশনে যান।

• সেখান থেকে ‘চ্যাট‌স’ অপশনে ক্লিক করুন।

• নিচের দিকে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’ অপশন দেখতে পাবেন। তার পাশে ‘অন’ বোতামে ক্লিক করুন।

• ‘অন’ বোতামে ক্লিক করলে পছন্দের ভাষা বেছে নেওয়ার নানা বিকল্প আসবে।

• যদিও এই মুহূর্তে খুব বেশি বিকল্প পাওয়া যাবে না। আপাতত ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ এবং রাশিয়ান— এই চারটি ভাষায় প্রতিলিপি পেতে পারেন ব্যবহারকারীরা। আঞ্চলিক ভাষার বিকল্প নিয়ে কাজ চলছে।

• পছন্দের ভাষা বেছে নেওয়ার পরেই আরও দুইটি অপশন আসবে।

• ‘সেট আপ নাও’ এবং ‘ওয়েট ফর ওয়াই-ফাই’ — যে কোনও একটি অপশনে ক্লিক করলেই বিশেষ এই সুবিধাটি দেওয়ার জন্য ফোন প্রস্তুত হয়ে যাবে।

‘ভয়েস মেসেজ’ কীভাবে ‘ট্রান্সক্রাইব’ হবে?

হোয়াটসঅ্যাপে যেখানে ভয়েস রেকর্ড করার অপশন রয়েছে, সেই বোতামটি দীর্ঘ ক্ষণ চেপে ধরে রাখলে ভয়েস রেকর্ডার অন হয়ে যাবে। কথা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে পর্দায় ফুটে উঠবে ‘ট্রান্সক্রিপশন’ করার বিকল্প। সেখানে ক্লিক করলেই বার্তাটির লিখিত রূপ দেখতে পাওয়া যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]