2972

09/06/2025 সহস্রাধিক ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

সহস্রাধিক ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

জেলা সংবাদদাতা, কিশোরগঞ্জ

২১ জুলাই ২০২১ ০০:৩১

ভৈরবে ইয়াবাসহ সুফুরা খাতুন (৩৫) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড় থেকে ১২৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সুফুরার স্বামীর নাম নুরুল আমিন রানা। স্বামীসহ তিনি এনারী চট্রগ্রামের কতুবপাল রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা গ্রেফতার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]