29727

04/04/2025 রোমের প্রিফেক্টের সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

রোমের প্রিফেক্টের সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ ২০২৫ ১১:২৭

ইতা‌লির রোমের প্রিফেক্ট (কর্তা) ড. ল্যাম্বার্টও জিয়ান্নিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়া‌রি) রোমের প্রিফেক্টের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, রোমে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর জন্য প্রিফেক্ট ড. ল্যাম্বার্টও জিয়ান্নিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত রকিবুল হক।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশি দোকানিদের নিরাপত্তা, রোমে বাংলাদেশি‌দের আবাসিক সংকট ও পারিবারিক ভিসায় আসা পরিবারের সদস্যদের, বিশেষ করে নারীদের ভাষা শিক্ষাসহ সামাজিক একীভূতকরণ প্রক্রিয়ায়র অধিকতর সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত মুসলিম সম্প্রদয়ের, বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা আলাদা কবরস্থান নির্মাণ করতে মেয়রের অফিসের আশ্বাসের কথা প্রিফেক্টকে অবহিত করেন এবং এই ব্যাপারে তারসহযোগিতা কামনা করেন।

প্রিফেক্ট জিয়ান্নিনি এই সকল বিষয়ে রাষ্ট্রদূতকে তার অফিসের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]