29778

04/05/2025 ইংল্যান্ড ও বেলজিয়ামের ফুটবলে রমজানে বিশেষ উদ্যোগ

ইংল্যান্ড ও বেলজিয়ামের ফুটবলে রমজানে বিশেষ উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

২ মার্চ ২০২৫ ১৪:৫১

চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্রতম মাহে রমজান মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের বহুল প্রতিক্ষীত এই মাস শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরইমাঝে রমজান শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য অনেক প্রান্তেই আজ থেকে পালিত হচ্ছে প্রথম রোজা।

মুসলিম বিশ্বের বাকি অনেকের মতোই রমজানের প্রভাব পড়তে শুরু করেছে খেলার দুনিয়াতেও। রমজান মাসে ধর্মীয় বিধিনিষেধ মেনেই পানাহার থেকে দূরে থাকছেন ইসলাম ধর্মের অনুসারী ফুটবলাররাও। আর তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ।

রমজানে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও, এফএ কাপের ম্যাচগুলোতে থাকবে বিশেষ ‘রামাদান ব্রেক।’ মুসলমান খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে। চলতি রমজানে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে এই নিয়ম।

একইরকম বিশেষ ‘রামাদান ব্রেক’ আসছে বেলজিয়ান প্রো-লিগে। মাত্র ৫ শতাংশ মুসলমানের দেশটিতেও সূর্যাস্তের সময়ে ম্যাচগুলোতে বিরতি থাকছে। লিগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যেকার ম্যাচে ছিল বিশেষ ‘রামাদান ব্রেক’ এর ব্যবস্থা। ম্যাচের ১২ মিনিটের মাথায় ছিল সেই বিরতি। ম্যাচটি সেইন্ট ট্রুইডেন্স জিতে নেয় ৪-২ গোলে।

এছাড়া প্রতিবছরের মতো এবারেও অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ ‘এ’-লিগে আছে ইফতার ব্রেকের ব্যবস্থা। বিগত কয়েক বছর ধরেই চলছে অস্ট্রেলিয়ার ফুটবলে এই বিশেষ উদ্যোগ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com