29782

04/04/2025 জর্ডানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জর্ডানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২৫ ১৫:৫৬

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন রামি এস. রাইকাত আলাদওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাক্ষাতের তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।

দূতাবাসের তথ্য বলছে, নবনিযুক্ত রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার গত ২৫ ফেব্রুয়ারি বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খালিফার কাছে পরিচয়পত্র পেশ করেন। গত ১৮ ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত হওয়ার আগে রইস হাসান সরোয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]