29815

04/04/2025 ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় আইসিসিকে ধুয়ে দিলেন ভিভ রিচার্ডস

ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় আইসিসিকে ধুয়ে দিলেন ভিভ রিচার্ডস

ক্রীড়া ডেস্ক

৩ মার্চ ২০২৫ ১৫:৪৯

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝেই এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ভিভ রিচার্ডস।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তির মতে, এসব সমস্যার দায় আইসিসির নিতে হবে। কারণ পুরো আসর আয়োজনের পরিকল্পনা তাদেরি। তদারকির দায়িত্বও তাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওপর। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুললেন ভিভ রিচার্ডস।

তিনি বলেন, 'মানুষ যখন এটা (ভারত বাড়তি সুবিধা পাচ্ছে) বলে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা (এমন সূচি) রাজনীতির কারণে হয়েছে-আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না। তবে আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, সেটা হলো আইসিসি, তারাই সমস্যা করছে বলে আমার মনে হয়।'

'আমি চাই তারা এর একটি উত্তর নিয়ে সামনে আসুক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি, এমন একটি জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও, সেটা হলো খেলাধুলা।'-যোগ করেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]