29818

04/03/2025 রাজধানীর শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার

রাজধানীর শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ ২০২৫ ১৬:৩১

রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। চারজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।

যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর নাম সৌদিয়া হোটেল। বেলা ১টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। নিহত ব্যক্তিদের লাশ ছয়তলায় পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া গেছে বাথরুমের ভেতরে। তিনটি লাশ পাওয়া গেছে সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]