29821

01/07/2026 অস্কার মঞ্চে ভারতের হতাশা

অস্কার মঞ্চে ভারতের হতাশা

বিনোদন ডেস্ক

৩ মার্চ ২০২৫ ১২:১৬

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয় ৯৭তম আসর। জমকালো অনুষ্ঠানে একে একে মঞ্চে আসে সেরা অভিনেতা অভিনেত্রীরা। তাদের হাতে তুলে দেওয়া হয় অস্কার পুরস্কার। তবে হাতাশা নিয়েই বাড়ি ফিরেছে ভারতীয় সিনেমাপ্রেমীরা।

অ্যাকাডেমি অ্যাওয়র্ডসে জন্য ভারত থেকে পাঠানো হয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। তবে প্রতিযোগিতার শুরুতেই ছিটকে যায় ছবিটি। প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘অনুজা’ ছবিটি সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি বিভাগে মনোনীত হয়েছিল। আশায় বুক বাধে ভারতীয় সিনেপ্রেমীরা। কিন্তু সোমবার ভোরে সেই স্বপ্নের ইতি ঘটে।

সেরা লাইভ-অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার ঘরে তুলেছে কাল্পনিক ঘরানার ‘আই অ্যাম নট আ রোবট’ ছবি। ডলবি থিয়েটারে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও উপস্থিত ছিলেন গত বছরের অস্কার জয়ী প্রযোজক গুণীত মোঙ্গা।

অ্যাডাম জে গ্রেভস পরিচালিত ‘অনুজা’ ২২ মিনিটের হিন্দি স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে দেখানো হয়েছে দারিদ্রতার সাথে লড়াই করা দুই বোনের জীবন গল্প। এ ছবিতে অভিনয় করেছেন অনন্যা শানভাগ, সাজদা পাঠান এবং নাগেশ ভোঁসলে।

এর আগে সিনেমাটি সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, ‘‘দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। ‘অনুজা’কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি আনন্দিত।’’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]