29852

04/03/2025 ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে রদবদল

ক্রীড়া ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১৩:০৬

চলতি মাসেই দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনার সামনে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মহাদেশের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হতে হবে একই মাসে। আর্জেন্টিনার জন্য চলতি মার্চ মাসটা তাই বেশ শক্ত। কিন্তু এমন শক্তপোক্ত সূচির আগেই আর্জেন্টিনার কোচিং প্যানেলে আসছে রদবদল।

২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের গোলরক্ষক কোচের জায়গায় ছিলেন ড্যানিয়েল কানুয়ে। মার্তিন তোকাল্লির সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজ, জিরোনিমো রুল্লিদের কোচিং করিয়েছিলেন। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে নিজের দায়িত্ব ছাড়তে চলেছেন এই গোলরক্ষক কোচ। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ফুটবলে ফিরে যাচ্ছেন কানুয়ে।

খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার অন্য গোলরক্ষক কোচ মার্তিন তোকাল্লি। তিনিই কানুয়ের শেষ সময়ের কথাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। কোপা আমেরিকাজয়ী দলের কোচিং স্টাফের সদস্য কানুয়ে নিজের বিদায়ী বক্তব্যে বলেন, ‘আমরা জানিনা কতদিন একই জায়গায় থাকব। কিন্তু কীভাবে পরের ধাপে পথ চলব সেটা আমরা বেছে নিতে পারি। এটা এক অসাধারণ পর্ব ছিল, যা কখনোই ভোলার মতো না।’

আর্জেন্টাইন জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরেই মেক্সিকান ক্লাব টাইগার্সের কোচিং পদে যোগ দিচ্ছেন কানুয়ে। বর্তমানে সেখানে আছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার গুইদো পিজ্জারো। ডিফেন্সিভ মিডফিল্ডার পিজ্জারো আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত।

বিদায়বেলায় কানুয়ে বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এই পর্ব শেষ করার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি প্রতিটা চক্রের একটি নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য আছে। আমি শিক্ষা, অভিজ্ঞতা এবং স্বপ্ন পূরণের গর্ব নিয়ে যাচ্ছি।’

ড্যানিয়েল কানুয়ে চলে যাবার পর আর্জেন্টিনার গোলরক্ষক কোচ হিসেবে কাজ করে যাবেন মার্তিন তোকাল্লি। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ ২২ মার্চ সকালে (বাংলাদেশ সময়) উরুগুয়ের বিপক্ষে। পরের ম্যাচ ২৬ মার্চ সকালে (বাংলাদেশ সময়)। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]