29867

04/05/2025 তামিমের বিসিবিতে আসা নিয়ে যা বললেন আকরাম

তামিমের বিসিবিতে আসা নিয়ে যা বললেন আকরাম

ক্রীড়া ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১৫:৫০

গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তবে এখনো চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। গুঞ্জন রয়েছে, শিগগিরই সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেখা যেতে পারে তামিমকে। তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তামিমের বোর্ডে আসা প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, 'বোর্ডে আসাটা ডিপেন্ড করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই।'

'যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যেকোন স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। তারা আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য ভালো।'-যোগ করেন তিনি।

নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিল অন্তত দুই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়তে চান শান্ত। তবে এখনো সে বিষয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি। গতকালকের বোর্ড মিটিংয়েও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আকরাম খান।

তিনি বলেন, 'অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে। এবং ওর পারফরম্যান্স হলো মেইন ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।'

'অন্য সব দেশে কিন্তু তিন ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার আছে। বাংলাদেশে কিন্তু তিন ফরম্যাটে সবাই খেলছে। আমাদের অপশনটা খুবই কম, যেখানে আমরা দল করতে পারছি না, সেখানে তিন অধিনায়ক করা কিন্তু কঠিন হয়ে পড়বে। একটু আগে বললাম যে অধিনায়ককে ভালো লিড দিতে হবে। পারফর্ম করলে তখনই ভালো, আমাদের আগে ওই পারফর্মম্যান্সটা খুজে বের করতে হবে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com