29892

04/04/2025 বরিশালে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বরিশালে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বরিশাল থেকে

৬ মার্চ ২০২৫ ১৩:২৭

ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাসের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন। এ ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে প্রায় আধাঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, গ্রীন লাইন পরিবহনের এ বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, হঠাৎ দেখতে পাই মহাসড়কের মধ্যে বাসটি দাউ দাউ করে জ্বলছে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]