29903

04/04/2025 মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যা লঙ্কান তারকার

মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যা লঙ্কান তারকার

ক্রীড়া ডেস্ক

৬ মার্চ ২০২৫ ১৫:৪১

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ৩৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটারের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। এবার মুশফিককে বাংলাদেশের হিরো আখ্যায়িত করে আবেগঘন বার্তা দিলেন লঙ্কান তারকা দিমুথ করুণারত্নে।

বাংলাদেশের হয়ে অসংখ্য রেকর্ড গড়া মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তী আখ্যা দিয়েছেন করুণারত্নে। আজ ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মুশফিকুর রহিম।

ফেইসবুকে সেই ছবি দিয়ে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশী ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তী। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’

মুশফিককে ধন্যবাদ দিয়ে লঙ্কান এই ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।"

প্রসঙ্গত, ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন। ৯টি সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]