29957

04/04/2025 নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ ২০২৫ ১৮:৫৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশে হিযবুত তাহরীরের ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম নামে হিযবুত তাহরীরের একজন গুরুত্বপূর্ণ সংগঠক রয়েছেন।

হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি দিয়ে মিছিল বের করার পর পুলিশ তাদের গ্রেফতারে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। আমরা হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করেছি এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেফতার করা হবে।

পুলিশ এই দলের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]