30089

03/13/2025 অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৫ ১২:৪৭

বিশিষ্ট ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আজ (১২ মার্চ) সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। অ্যাপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭২ সালে ব্যবসায়িক জীবন শুরু করে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং চামড়া বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯০ সালে তিনি অ্যাপেক্স ফুটওয়্যার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বাংলাদেশের শীর্ষ জুতা রফতানিকারক প্রতিষ্ঠান।

রাজনৈতিক জীবনেও তার অবদান ছিল। ১৯৯৬ এবং ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ২০০১ সালে তিনি কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ব্যবসায়িক এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]