30112

03/13/2025 বরিশালে ৭ মাসে কোরআনের হাফেজ হলেন আব্দুল্লাহ

বরিশালে ৭ মাসে কোরআনের হাফেজ হলেন আব্দুল্লাহ

বরিশাল ব্যুরো

১২ মার্চ ২০২৫ ১৬:০৩

বরিশালে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন শিশু মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উজিরপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইফতার মাহফিলের আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসাটির পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহ। তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানে মনোরম পরিবেশ ও শিক্ষাদানের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। তাঁরা সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় শিশু মুহাম্মদ আবদুল্লাহর প্রশংসা করেছেন।

সাধারণত একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহর মেহেরবানিতে আবদুল্লাহ মাত্র সাত মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহর তত্ত্বাবধানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, প্রভাষক আ. খালেক, মাওলানা সসাব্বির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারসহ বিভিন্ন মসজিদ, মাদরাসার ইমাম ও মোহতামিম এবং মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা। মাদরাসার মনোরম পরিবেশ ও শিক্ষার মান দেখে অভিভাবকগণ প্রশংসাও করেছেন।

মাদরাসায় শিক্ষকরা বলেন, ‘স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহপাকের মেহেরবানিতে আব্দুল্লাহর মাত্র ৭ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করা সম্ভব হয়েছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]