30137

03/13/2025 আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে কী হবে?

আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে কী হবে?

ধর্ম ডেস্ক

১৩ মার্চ ২০২৫ ১২:০৬

ইফতারের সময় আমাদের দেশের মানুষেরা মাগরিবের আজানের অপেক্ষা করেন। কারণ, নিয়ম অনুযায়ী ইফতার ও মাগরিব একই সময়ে শুরু হয়। তাই সহজেই ইফতারের সময় জানার জন্য মাগরিবের আজানের ওপর নির্ভর করেন প্রায় সবাই।

তবে কখনো যদি কোনো কারণে ভুলে সময়ের আগে আজান দিয়ে দেয় এবং লোকেরা ইফতারও করে ফেলে অথবা আজান দিয়েছে ভেবে ইফতার করার পরবর্তীতে জানা যায় যে, সময়ের আগেই আজান দেওয়া হয়েছে বা সময়ের আগেই ইফতার করা হয়েছে, তাহলে এক্ষেত্রে করণীয় কী? রোজার কাজা করলেই হয়ে যাবে নাকি, কাজা কাফফারা দুটাই করতে হবে?

এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, যদি কখনো ভুলে সূর্যাস্তের আগেই আজান হয়ে যায় বা কেউ আজান হয়ে গেছে ভেবে সময়ের আগেই ভুল করে ইফতার করে ফেলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এর কারণে তাকে এই রোজার কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।

হাদিস শরিফে আছে, হজরত আসমা রা. বলেন—

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামানায় এক মেঘলা দিনে আমরা সূর্য ডুবে গেছে নিশ্চিত জেনে ইফতার করলাম। পরক্ষণেই মেঘ সরে গিয়ে সূর্য প্রকাশিত হল।’

হাদিসের রাবী (বর্ণনাকারী) হিশামকে জিজ্ঞাসা করা হল, তাদেরকে কি রোজা কাজা করার নির্দেশ দেওয়া হয়েছিল? তিনি বললেন, কাজা ছাড়া তো উপায় নেই। (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৯; সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৯)

হজরত বিশর ইবনে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন—

আমি এক রমজানে বিকেল বেলা উমর রা.-এর নিকট উপস্থিত ছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। উমর রা. সূর্য ডুবে গেছে মনে করে নিজেও পানি পান করলেন এবং আমাকেও পান করালেন। পরক্ষণেই সূর্য দেখা গেল। উমর রা. বললেন, ‘সমস্যা নেই। এর পরিবর্তে একটি রোজা কাজা করাই যথেষ্ট হবে।’ (সুনানে কুবরা, বায়হাকী ৪/৫৬৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৯১৩৮)

হজরত ইবনে জুরাইজ রহ. বলেন, আমি আতা রাহ.-কে জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা রাহ. বললেন, হাঁ, (শুধু কাজা করবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস : ৯১৪৭)

(বাদায়েউস সানায়ে ২/২৫৭; আল কাউসার অনলাইন, আলবাহরুর রায়েক ২/২৯১; আদ্দুররুল মুখতার ২/৪০৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৩৬; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ৩৬৯)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]