30162

03/13/2025 চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে, শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ

চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে, শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ

চুয়াডাঙ্গা থেকে

১৩ মার্চ ২০২৫ ১৬:২৮

কয়েকদিন আগেও চুয়াডাঙ্গা জেলায় শীতের আমেজ ছিল। তবে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। চলতি রমজানেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হতে পারে বলে জানিয়েছে জেলার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

এদিকে হঠাৎ গরম পড়ায় খেটে খাওয়া রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। আবার আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী।

আকাশ নামে একজন রিকশাচালক বলেন, এখনো রাতে হালকা শীত শীত লাগে। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকদিন যাবত গরম অনুভব হচ্ছিল। তবে আজ অতিরিক্ত গরম লাগছে। রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। এভাবে তাপমাত্রা বাড়লে রোজা রেখে রিকশা চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে।

আসলাম উদ্দিন নামে এক দোকানি বলেন, দিনের বেলা বেশ ভালো গরম পড়ছে। তবে রাতে কিছুটা কম। এই আবহাওয়া পরিবর্তনের ফলে আমার বাড়ির সদস্যরা জ্বর-ঠান্ডায় ভুগছি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]