30201

03/16/2025 কুয়েতে ঈদের চাঁদ উঠতে একদিন দেরি হলে সরকারি ছুটি বাড়বে ২ দিন

কুয়েতে ঈদের চাঁদ উঠতে একদিন দেরি হলে সরকারি ছুটি বাড়বে ২ দিন

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ ২০২৫ ১৫:০৫

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার এক বিবৃতিতে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে কুয়েতের মন্ত্রিপরিষদ।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির হিসেব অনুযায়ী আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর হবে কুয়েতে। বিবৃতিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কার্যদিবস হবে ২৯ মার্চ। তারপর ৩০ মার্চ, ৩১ মার্চ ও ০১ এপ্রিল ঈদের ছুটি কাটিয়ে ২ এপ্রিল কাজে যোগ দেবেন তারা।

তবে চাঁদের গতিবিধির কারণে যদি ঈদুল ফিতর একদিন পিছিয়ে ৩১ মার্চে হয়, সেক্ষেত্রে ছুটি আরও দু’দিন বেড়ে যাবে সরকারি চাকরিজীবীদের। সেক্ষেত্রে ছুটি শুরু হবে ৩০ মার্চ থেকে এবং শেষ হবে ৫ এপ্রিল। ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার এবং কুয়েতে এই দু’দিন সাপ্তাহিক ছুটি।

রোজা বা সিয়াম ইসলাম ধর্মের অন্যতম স্থম্ভ। রমজানে দীর্ঘ এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস এবং ধর্মীয় বিধিনিষেধ পালনের পর ঈদুল ফিতরের মাধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা। আরবি শাওয়াল মাসের এক তারিখ ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]