অনেক দিন ধরেই দর্শকরা বাংলা সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীদের দেখতে চাইছিলেন। এবার সে চাওয়া পূরণ হচ্ছে। বাংলাদেশের ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ। এবার বাংলাদেশে কাজ প্রসঙ্গে একটি ভিডিওবার্তা দিলেন জারা।
তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, পাকিস্তান থেকে আমি জারা আহমেদ। বন্ধুরা, আমি অনেক অনেক উচ্ছ্বসিত, কারণ মারকাটারি অ্যাকশনধর্মী একটা বাংলাদেশি চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে চলেছি।’
আরও বলেন, ‘সবসময়ই আমার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের শখ ছিল। চিত্রনাট্য যখন পেয়েছি, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান-বাংলাদেশের একসঙ্গে কাজের সুযোগ, এটা বাংলাদেশ-পাকিস্তানের একটা যৌথ প্রচেষ্টা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা হবে।’
শেষে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় জারা আহমেদ বলেন, ‘সবাই ভালো থাকবেন।’
এদিকে বাংলাদেশের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কাজ করছেন শুনে নেটিজেনরা উৎসুক। সবার এক প্রশ্ন কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোটপর্দায়ও সরব তিনি।
সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’
জানা গেছে আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে ‘ফোর্স’-এর। এতে জারার বিপরীতে থাকবেন ম্যাক দিদার। বাংলাদেশে দুই সপ্তাহের মতো থাকবেন নায়িকা। কোরবানি ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।